শনিবার, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে মাদকদ্রব্যের অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : ‘প্রমাণ স্পষ্ট, প্রতিরোধে বিনিয়োগ করুন’-এই প্রতিপাদ্য বিষয়ে আজ জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল ওহাব, পারভীন পাবলিক হাইস্কুলের সহকারী শিক্ষক সোহেল রানা, গণমাধ্যম কর্মী নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান স্বাগত বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সমৃদ্ধ দেশ গঠনে দেশের সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ প্রয়োজন। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, পরিবারে ধ্বংস ডেকে আনে, সমাজে ক্ষত সৃষ্টি করে, রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। এজন্যে প্রয়োজন সর্বস্তরে সচেতনতা তৈরি করা।

সভায় মাদক বিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। এরআগে কালেক্টরেট ভবন চত্বরে মানববন্ধন ও শোভাযাত্রা বের করা হয়।
স্বদেশবিচিত্রা/এআর