শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও বর্ডার সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশী নাগরিকের মৃত্যু 

নিউজটি শেয়ার করুন

মোছাঃ তাহেরা খাতুন ঠাকুরগাঁও থেকে : ১২ জুলাই শনিবার ভোরে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার রংপুর বস্তি সংলগ্ন সীমান্ত পিলার ৩৫৩ মেইন পিলার বরাবর শূন্য রেখা হতে ২০০ মিটার ভারতের অভ্যন্তরে বিএসএফ-এর ৮৭ ব্যাটালিয়নের পারিয়াল ক্যাম্পের সদস্য কর্তৃক গুলি বর্ষণের ঘটনা ঘটে।

ঘটনার প্রেক্ষিতে বিজিবি কর্তৃক বিএসএফ-এর সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়। এক পর্যায়ে বিএসএফ দাবি করে, ঘটনায় একজন বাংলাদেশি নাগরিক ও একজন বিএসএফ সদস্য আহত হয়েছে এবং তাদেরকে চিকিৎসার জন্য ভারতের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পরবর্তী সময়ে ১২ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক ১০০০ ঘটিকায় জনৈক মোঃ নিয়াজ উদ্দিন, গ্রাম-হরিপুর রাজবাড়ী, পোষ্ট-জীবনপুর, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও মিনাপুর বিওপিতে উপস্থিত হয়ে জানায় যে, তার ছেলে মোঃ রাসেল (১৫) গত ১০ জুলাই ২০২৫ তারিখ ১২০০ ঘটিকায় নিজ বাড়ী হতে বের হয়ে আর ফেরত আসেনি।

বর্ণিত ঘটনার প্রেক্ষিতে আজ বিকাল ১৬৩০ ঘটিকায় হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৫৬ মেইন পিলার এলাকায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক আহত বাংলাদেশী নাগরিক (মো: রাসেল) এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ভারতীয় পুলিশ কর্তৃক মরদেহ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায়। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষ থেকে ঘটনার জোরালো প্রতিবাদ জানানো হয় এবং মরদেহ দ্রুত হস্তান্তরের জন্য বিএসএফ এর প্রতি আহ্বান করা হয়।