বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ির পানছড়িতে শ্রমিক লীগ নেতা আটক

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : খাগড়াছড়ির পানছড়িতে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের অর্থ সম্পাদককে আটক হয়েছে। আটককৃত হলেন মোহাম্মদ হুমায়ুন কবীর। (৪৫)। তার বাড়ি পানছড়ির মোহাম্মদপুর এলাকায়।

জানা গেছে- আজ শনিবার সকালে পানছড়ি বাজার এলাকায় থেকে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। মোহাম্মদ হুমায়ুন কবীরের চট্টগ্রামের বাইজিদ এলাকায়ও বাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে বেড়াতে এসে তিনি জনতার হাতে ধরা পড়েন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জনতা তাকে ধরে আমাদেরকে সোপর্দ করলে আমরা থানায় নিয়ে আসি। পরে তাকে কোর্টে প্রেরণ করা হয়। তার নামে পানছড়ি থানায় মামলা রয়েছে।
স্বদেশবিচিত্রা/এআর