বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘ঈদের দিনই অপসারিত হবে কোরবানির বর্জ্য’

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

বুধবার (৪ জুন) রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘‘কোরবানির বর্জ্য অপসারণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এবার ঈদে প্রায় ২০ হাজার টন বর্জ্য তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। এ বর্জ্য দ্রুত অপসারণে ১০ হাজার কর্মী ৩ দিনব্যাপী কাজ করবেন।’’

তিনি বলেন, ‘‘বর্জ্য পরিবহনে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ, ২৪টি পেলোডার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। পাশাপাশি বিতরণ করা হয়েছে ১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, ২ হাজার ৫০০ বস্তা ব্লিচিং পাউডার এবং ৪ হাজার ক্যান স্যাভলন।’’

মোহাম্মদ এজাজ বলেন, ‘‘আমিনবাজার ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য ডাম্পিংয়ের জন্য পৃথক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। তদারকির জন্য গঠন করা হয়েছে সমন্বিত মনিটরিং টিম।’’
স্বদেশবিচিত্রা/এআর