বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

‘আঘাত’ গাইলেন আরফিন রুমি, সঙ্গী হলেন ‘চাঁদ মামা’র দোলা

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা বিনোদন ডেস্ক : নিজের সুর-সঙ্গীতের বাইরে খুব একটা গান করতে দেখা যায় না আরফিন রুমিকে। এমনকী নাটকের গানেও সেভাবে পাওয়া যায় না তাকে।

এবার ‘আঘাত’ শিরোনামে তিনি নতুন একটি গান গাইলেন মার্সেলের সুর-সংগীতে। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘চাঁদ মামা’ খ্যাত দোলা।

লুৎফর হাসানের কথায় এ গানটি ব্যবহৃত হয়েছে ‘সহযাত্রী’ নামের একটি ইউটিউব ফিল্মের জন্য। অন্যের সুরে আবার নাটকের গান গাওয়া প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘মুহাম্মদ মোস্তফা কামাল রাজ কিছু বললে কখনও না করিনি। আমাদের মধ্যে সম্পর্কটা এমনই। ‘আঘাত’ দারুণ একটি গান।

লুৎফর হাসানের লেখনী ও মার্সেলের সুর আমার খুব ভালো লেগেছে। তাদের সঙ্গে আমার এই সম্মিলন শ্রোতাদের ভালো লাগবে আশা করি।’ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘সহযাত্রী’ ইউটিউব ফিল্মটি শিগগিরই সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে।

এনডিটিভি অবলম্বনে
স্বদেশবিচিত্রা/এআর