শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইটেম গানে উত্তাপ ছড়ালেন ফারিণ

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী থেকে সিনেমার আইটেম গার্ল! সিনেমাপ্রেমীদের কাছে আলোচনার বিষয় এখন তাসনিয়া ফারিণ। একেবারে ভিন্ন আঙ্গিকে, অনন্য লুকে এবার ধরা দিলেন দেশের জনপ্রিয় এ অভিনেত্রী। আসন্ন কোরবানির ঈদে ঢালিউডে মুক্তি পেতে যাওয়া সিনেমা ইনসাফের আইটেম গানে নেচেছেন এ অভিনেত্রী। দর্শকেরাও প্রস্তত প্রেক্ষাগৃহে প্রিয় তারকাকে নতুন করে বরণ করে নিতে।

সদ্যই আইটেম গানে নেচে বাজিমাৎ করেছেন সাবিলা নূর। এরইমধ্যে গতকাল প্রকাশ হয়েছে পরিচালক সঞ্জয় সমাদ্দারের আসন্ন সিনেমা ‘ইনসাফ’-এর আইটেম গান। যেখানে শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ, কোমড় দুলিয়ে দর্শকদের মাঝে তাক লাগিয়ে দিয়েছেন। আইটেম গানটির নাম ‘আকাশেতে লক্ষ তারা ২.০’।

বাংলা সংগীতপ্রেমীদের হৃদয়ে গেঁথে থাকা নস্টালজিক গান এবার ফিরলো এক ভিন্ন আবহে; গানটির এই রিমেক ভার্সন তৈরি করেছেন খ্যাতিমান সংগীত পরিচালক শওকত আলী ইমন। নতুন এ সংস্করণে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা মিলা, গানের কথা নতুন করে লিখেছেন সুদীপ কুমার দীপ, আর র‌্যাপ অংশের কাজ করেছেন ব্ল্যাক জ্যাং। তাদের সম্মিলিত প্রয়াসে গানটি পেয়েছে আধুনিক রূপ।

বলা বাহুল্য, তাদের গ্ল্যামার ও পারফরম্যান্স এই আইটেম গানে এনে দিয়েছে বাড়তি আকর্ষণ। বিশেষ করে শরিফুল রাজ ও ফারিণের রসায়ন এবং মোশাররফ করিমের দৃঢ় উপস্থিতি দর্শকদের মধ্যে জাগ্রত করেছে বাড়তি উন্মাদনা।

‘ইনসাফ’ হতে যাচ্ছে এবারের ঈদে আলোচিত ও বহুল প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর একটি। এরই মধ্যে সিনেমার পোস্টার ও টিজার দর্শকমহলে আলোড়ন তুলেছে। এবার সিনেমার মুক্তির অপেক্ষায় দর্শকরা।
স্বদেশবিচিত্রা/এআর